বাড়ছে সংক্রমণ, করোনা পরীক্ষা ছাড়া সাক্ষাৎ দেবেন না মোদি

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ছয়জনের। রাজধানী নয়াদিল্লিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৬৬ জন।

এদিকে দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের আগে করোনা পরীক্ষা করাতে হবে। করোনা পরীক্ষার রিপোর্টে নেগেটিভ এলেই তবে মোদির সঙ্গে সাক্ষাৎকারের ছাড়পত্র মিলবে। ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য দিয়েছে। করোনা পরীক্ষা ছাড়া কাউকেই মোদির সাক্ষাৎকারের অনুমতি দেওয়া হবে না।

চিকিৎসকদের চিন্তায় ফেলেছে দিল্লির করোনা পরিস্থিতি। এ অবস্থায় মোদির সঙ্গে সাক্ষাতের নতুন শর্ত প্রকাশ্যে এল।

জানা যায়, বুধবার সন্ধ্যায় মোদির সঙ্গে দেখা করবেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। তার সঙ্গে থাকবেন লোকসভার সাতজন সদস্যসহ দিল্লি বিধানসভার একাধিক সদস্য। পাশাপাশি দেশটির প্রায় সব রাজ্যের বিজেপির শীর্ষ নেতৃত্বও থাকবেন তখন। সব মিলিয়ে বিজেপির ৭০ জন নেতা নেত্রীর সঙ্গে নৈশভোজে অংশ নেবেন মোদি। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনেই ওই নৈশভোজের আয়োজন করা হয়েছে।

এখন সব নেতা নেত্রীকেই করোনা পরীক্ষা করাতে হচ্ছে।

করোনা পরিস্থিতি নিয়ে এরইমধ্যে হাসপাতালগুলিকে সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। করোনা পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলো কতটা প্রস্তুত, তা জানতে দেশজুড়ে মহড়াও চলছে। পর্যাপ্ত অক্সিজেন, আইসোলেশন বেড, ভেন্টিলেটর, প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলোকে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *