
আন্তর্জাতিক ডেস্ক।
‘আমেরিকা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ক।
শনিবার (৬ জুলাই) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পোস্টে মাস্ক লিখেন, আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ ‘আমেরিকা পার্টি’ গঠিত হয়েছে।
‘যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার কি না’ সম্প্রতি পরিচালিত এমন এক জরিপের ফলাফলের ভিত্তিতে মাস্ক এই ঘোষণা দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। মাস্কের দাবি, জরিপের ফলাফল ২:১ অনুপাতে দেখা গেছে জনগণ একটি নতুন রাজনৈতিক বিকল্প চায়।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে প্রকাশ্য মতবিরোধের মধ্যে এই ঘোষণা দেন মাস্ক। ঘোষণার পরপরই মাস্ক সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই) থেকে পদত্যাগ করেন। যেখানে তিনি সরকারি ব্যয় হ্রাস ও কর্মী ছাঁটাইয়ের মতো বিতর্কিত উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন।