প্রথমবারের মতো প্রকাশ্যে ইরানের সর্বোচ্চ নেতা

আন্তর্জাতিক ডেস্ক।

মাস খানেক পর প্রথমবারের মতো প্রকাশ্যে উপস্থিত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

শনিবার (৫ জুলাই) তেহরানে আয়োজিত আশুরার পূর্বরাতের শোকানুষ্ঠানে অংশ নিতে খামেনিকে জনসমক্ষে দেখা যায়। রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, তেহরানে আশুরা উপলক্ষে আয়োজিত একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে খামেনিকে জনসমক্ষে দেখা গেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, তিনি ঐতিহ্যবাহী কালো পোশাক পরে একটি হলে প্রবেশ করছেন, যেখানে আশুরা উপলক্ষে অনেক মানুষ জড়ো হয়েছেন।

গত ১৩ জুন শুরু হওয়া ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর এই প্রথম তাকে প্রকাশ্যে দেখা গেল। সংঘাত শুরুর দিকে খামেনি কোনো সরাসরি অনুষ্ঠানে অংশ না নিয়ে রেকর্ড করা বক্তব্যের মাধ্যমে নিজের বার্তা দিয়েছেন। এতে করে তার অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়।

যুদ্ধ চলাকালীন নিরাপত্তাজনিত শঙ্কার কারণে তাকে গোপন নিরাপদ স্থানে রাখা হয়েছিল বলে ইরানি কর্মকর্তারা পরে ব্যাখ্যা দেন। তার অনুপস্থিতি ও ভিডিও বার্তার মাধ্যমে জনগণের সামনে আসা, ইরান ঐ মুহূর্তে কতটা উচ্চ নিরাপত্তা সতর্কতায় ছিল তার ইঙ্গিত দেয়। এই সংঘাতে ইসরায়েলি বিমান হামলায় ইরানের শীর্ষ কয়েকজন সামরিক নেতা ও পরমাণু বিশেষজ্ঞ নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *