
আন্তর্জাতিক ডেস্ক।
দক্ষিণ আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের সাথে সম্পর্ক দৃঢ় করছে ভারত। আর্জেন্টিনা সফরের পর এবার ব্রাজিল গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রোববার (৬ জুলাই) থেকে ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুরু হচ্ছে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস। এর আগে আর্জেন্টিনা সফর করে নিলেন মোদি।
ব্রিকস সম্মেলনের পাশাপাশি ব্রাজিলের সাথে দ্বিপাক্ষিক বৈঠকও করবে ভারত। ব্রাজিলের সাথে একাধিক সমঝোতা চুক্তি সই করবে ভারত। দেশটির গণমাধ্যম এ তথ্য দিয়েছে।
শনিবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইয়ের সঙ্গে বৈঠক করেন মোদি। প্রতিরক্ষা, কৃষি, খনিজ, তেল ও গ্যাস বিষয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করার বিষয়টি এসেছে। তবে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি ভারত।
৫৭ বছর পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে আর্জেন্টিনা গেলেন। বৈঠক শেষ করেই ব্রাজিলের উদ্দেশে রওনা দেন মোদি।
রোববার ও সোমবার দুইদিন রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হবে ব্রিকস সম্মেলন। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার (ব্রিকস) এই জোট বর্তমানে বেশ গুরুত্ব পাচ্ছে। তবে এবারের সম্মেলনে চীন ও রাশিয়া থাকলেও যোগ দিচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিকসে ওই পাঁচদেশের পর আরও যোগ দিয়েছে মিসর, ইথিওপিয়া, ইরান, আরব আমিরাত, ও ইন্দোনেশিয়া।
ইরান থাকার কারণে সম্মেলনে মধ্যপ্রাচ্যের ইস্যুটি আলোচিত হবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির বিষয়টি নিয়েও জোটের নেতারা আলোচনা করবেন বলে জানা যায়