কেন ট্রাম্পকে কিছু বলতে পারছেন না মোদি, চাঞ্চল্যকর দাবি রাহুল গান্ধীর

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে ফের চাঞ্চল্যকর মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

আজ বুধবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে রাহুল বলেন, ‘ভারত, দয়া করে বুঝুন। বারবার হুমকি সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পের বিরুদ্ধে কিছু বলতে পারছেন না, কারণ আমেরিকায় আদানিকে ঘিরে তদন্ত চলছে।’

রাহুল গান্ধীর দাবি, মার্কিন তদন্তে মোদি, আদানি এবং রাশিয়ান তেলের মধ্যে আর্থিক যোগসূত্র ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘হুমকি হলো এই যে, মোদি-আদানির রুশ তেল চুক্তি নিয়ে আর্থিক লেনদেন প্রকাশ পেতে পারে। তাই মোদির হাত বাঁধা।’

এর আগে, ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর পাল্টা শুল্ক ২৫ শতাংশ করার পর তা আরও ‘উল্লেখযোগ্য পরিমাণ’ বাড়ানোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জেরে ভারতের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হতে পারে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *