কুষ্টিয়ায় ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান ২৪ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট, জনতারকথা, কুষ্টিয়া।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ আগস্ট সকালে ইসলামি ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো: মিজানুর রহমান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক হেলালুজ্জামান।

সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবে আলেম সমাজ ও মাদরাসা শিক্ষার্থীদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাঁরা কেবল ধর্মীয় নেতার ভূমিকায় সীমাবদ্ধ ছিলেন না; বরং রাজপথে সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

বক্তারা আরও বলেন, “এই গণঅভ্যুত্থান ছিল শুধু একটি রাজনৈতিক আন্দোলন নয়; এটি ছিল জনগণের দীর্ঘ শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে একটি ঐতিহাসিক পুনর্জাগরণ। ইসলামের ন্যায়পরায়ণতা ও নৈতিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে আলেম সমাজ সে সময় এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছিল। বর্তমান সময়েও সেই ঐক্য ও সচেতনতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *