চট্টগ্রামে রাতের বৃষ্টিতে দিনে সড়কে কোমর পানি

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট, জনতারকথা, চট্টগ্রাম।

চট্টগ্রামে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার রাত থেকে টানা বৃষ্টিতে নগরের বহু এলাকায় সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। এতে সকাল থেকে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, স্কুলপড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ নগরবাসী।
৭ আগস্ট বৃহস্পতিবার সকালে নগরের মুরাদপুর, জিইসি, দুই নম্বর গেট, আগ্রাবাদ, বাকলিয়া, চান্দগাঁও, সিরাজ-উদ-দৌলা রোড, হাজি পাড়া, কসমোপলিটান ও অনন্যা আবাসিক এলাকায় রাস্তায় জমে ছিল পানি।
চান্দগাঁও আবাসিক এলাকার বাসিন্দা মাহমুদা আক্তার বলেন, সকালে বাচ্চাকে স্কুলে দিতে গিয়ে রিকশা পাইনি। পরে ডাবল ভাড়া দিয়ে যেতে হয়েছে। পানি এতটাই ছিল, অনেকটা রাস্তা পায়ে হেঁটে পার হয়েছি।
ফটিকছড়ি থেকে চকবাজারে অফিসে আসেন বেসরকারি চাকরিজীবী কামরুল হাসান। তিনি বলেন, মুরাদপুর থেকে শুরু করে অলঙ্কার মোড় পর্যন্ত পানি আর জ্যামে আটকে ছিলাম। হাঁটু পানি মাড়িয়ে অফিসে পৌঁছেছি।

স্থানীয়রা জানিয়েছেন, জলাবদ্ধতার কারণে কোথাও কোথাও যান চলাচল বন্ধ হয়ে যায়। আবার কিছু এলাকায় সিএনজি ও রিকশাচালকরা দ্বিগুণ ভাড়া আদায় করেছেন।

চট্টগ্রাম আবহাওয়া অফিস জানায়, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বুধবার রাত থেকে নগরে বৃষ্টিপাত শুরু হয়। পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মাহমুদুল আলম বলেন, সকাল ৯টা পর্যন্ত পতেঙ্গায় ৩২ মিলিমিটার এবং আমবাগানে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে।
তবে এখনও সমুদ্রবন্দর বা নদীবন্দরে কোনো সতর্ক সংকেত নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *