যশোরের অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থের ঘটনায় মনির হোসেন নামের সেই ফুচকা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Spread the love

যশোরের অভয়নগরে ঈদ মেলায় ফুচকা খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থের ঘটনায় মনির হোসেন নামের সেই ফুচকা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ এপ্রিল) রাতে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অভয়নগর থানায় নিরাপদ খাদ্য আইনে একটি মামলা হয়েছে।

গ্রেপ্তার মনির হোসেন মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুল লতিফ মিন্টুর ছেলে।

এ বিষয়ে অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ জানান, ঈদের দিন ভৈরব ব্রীজের পূর্ব পাড়ে মনির হোসেন নামের ওই ব্যক্তি চটপটি ও ফুচকা বিক্রির অস্থায়ী একটি দোকান দেয়। ভৈরব ব্রিজের পূর্ব পাড়ে ঘুরতে যাওয়া বিভিন্ন নারী-পুরুষ ও শিশুরা তার দোকান থেকে ফুচকা খায়। পরবর্তীতে গভীর রাত থেকে তারা পেটের ব্যথা, পাতলা পায়খানা, বমি ডাইরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হতে থাকে।

পরেরদিন রাত পর্যন্ত সংখ্যা বেড়ে দুই শতাধিক মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বিষয়টি বিভিন্ন পত্র-পত্রিকায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হওয়ায় ফুচকা দোকানিকে গ্রেপ্তারের অভিযান শুরু করে পুলিশ।

বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া এলাকা থেকে ওই ফুচকা বিক্রেতাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর মাওলানা তানজিম হোসাইন নামের একজন ভুক্তভোগী তার বিরুদ্ধে থানায় নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করেন। এ মামলায় আজ বৃহস্পতিবার সকালে তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *