কচুবাড়ীয়া আরিফ সড়কে, ৩য় শ্রেণীর ছাত্র পানিতে ডুবে মৃত্যু

 ৪ এপ্রিল ২০২৫: কুষ্টিয়া জেলার,  মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া আরিফ সড়ক গ্রামে , এক মর্মান্তিক ঘটনা ঘটেছে আজ শুক্রবার ঈদের ছুটির সময়ে।আমলা হাফেজিয়া, ইবতেদায়ি ও কারিগরি মাদরাসার ৩য় শ্রেণীর ছাত্র রোল নং ১,  আব্দুল্লাহ মোবারক (১০)  , চাচাতো ভাইয়ের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ মোবারক তার চাচাতো ভাইয়ের সঙ্গে ঈদের ছুটিতে নিজ বাড়ির কাছাকাছি একটি নদীতে গোসল করতে যায়। হঠাৎ সেখানেই দুর্ঘটনাটি ঘটে। পানিতে ডুবে যাওয়ার পর দ্রুত উদ্ধার চেষ্টা করলেও, সে সময় তাকে বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকাবাসী শোকাহত এবং তার পরিবারের সদস্যরা গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। মাদরাসার শিক্ষকবৃন্দ ও সহপাঠীরা নিহত ছাত্রের আত্মার শান্তি কামনা করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলায়হি রাজিউন। আল্লাহ তায়ালা আব্দুল্লাহ মোবারককে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *