বদলে যাচ্ছে বাংলাদেশ

Spread the love

রাজশাহী প্রতিনিধি

হা, বাংলাদেশের বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। তবে সে পরিবর্তনের পিছনে কাজ করছেন কে? কি কারণে একের পর এক সাফল্য আসছে??  বিদেশি বড় বড় বহু জাতিক কোম্পানি গুলো বাংলাদেশে তাদের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।  তারা ইকোনমিক জোন তৈরি করতে চাচ্ছে বাংলাদেশে।  এদেশে শিল্প কারখানা হলে তো,  আমাদের লাভ হবে। আমরা কর্ম সংস্থান পাব। আমার ভাই,  বোনেরা সেখানে কাজ পাবে।  বর্তমানে বিডা ও বেজার নির্বাহী দায়িত্বে আছেন আশিক চৌধুরী। শুধু মাত্র আমাদের দেশের মানুষের পাশে দাড়ানো জন্য এই আশিক চৌধুরী সিংগাপুরের এইচ, এস, বি, সি ব্যংকের চাকরি ছেড়ে দিয়ে,  আমাদের কিছু দেয়ার জন্য এসেছেন।

বাংলাদেশে স্টারলিং নতুন যুগের সুচনা করেছেন। নাসার সঙ্গে বাংলাদেশের প্রযুক্তিগত সহযোগিতার চুক্তি হয়েছে। চার টি আন্তর্জাতিক মানের আধুনিক হাসপাতাল বিদেশী বিনিয়োগে তৈরির জন্য উদ্যোগ চলছে। দশটি ইকোনমিক জোন তৈরির কাজ শুরু হয়েছে। ঢাকা চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চালুর জন্য বৈদেশিক বিনিয়োগ সংগ্রহের  কাজ চলছে। সরকারী ভাবে বাংলাদেশে প্রথম, অল্প মূল্য ঔষধ বিক্রির জন্য ফার্মেসী হচ্ছে। বাস্তবায়ন সম্পন্ন হলে, তিন কোটি মানুষের কর্মসংস্থান হবে ।

ইতিপূর্বে এসব দেখা য়ায় নাই  বাংলাদেশে। সত্যিকার ভাবেই বদলে যাচ্ছে বাংলাদেশ। আর এ সব কিছুর  সাফল্যের কারিগর, মাননীয় প্রধান উপদেষ্টা ড: মোহাম্মদ ইউনুস।  নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *