ফিলিস্তিনে গণহত্যা: জুমায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া

Spread the love

ইসরায়েলি বর্বরতায় নিহত ফিলিস্তিনিদের রূহের মাগফেরাত এবং আহতদের সুস্থ্যতা কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

শুক্রবার জুমার নামাজের পর এই বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সম্প্রতি ফিলিস্তিনের গাজায় নির্মম গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ গাজায় খাদ্য ও পানীয় সরবরাহ বন্ধ করে দিয়ে নজিরবিহীন মানবিক বিপর্যয় সৃষ্টি এবং গাজাবাসীকে দুর্ভিক্ষের মুখে ফেলেছে।

ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত গণহত্যায় মুসলিম বিশ্বে ক্ষোভের সঞ্চার হয়েছে মন্তব্য করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনের জনগণের প্রতি গভীর শোক, সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। এজন্য দোয়া ও মোনাজাত আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সেই সঙ্গে ফিলিস্তিনিদের প্রতি সংহতি, সমবেদনা ও সহমর্মিতা জানাতে গিয়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতি না হয়, সে বিষয়েও সতর্ক ও সজাগ থাকতে বলা হয়েছে।

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে সারাদেশের মানুষ। জেলা-উপজেলা শহরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের অবস্থান থেকে রাস্তায় নেমে এসে প্রতিবাদ মিছিল করেছেন ও সমাবেশে সামিল হয়েছেন।

এরই ধারাবাহিকতায় সোমবার বৈশ্বিক ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির অংশ হিসেবে দেশের জেলায় জেলায় বিক্ষোভ মিছিল, স্লোগান-সমাবেশ ও ধর্মঘট পালন করা হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *