আওয়ামী লীগের শাহে আলম মুরাদ গ্রেপ্তার

Spread the love

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুরাদের বিরুদ্ধে ছয়টি হত্যা মামলা রয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গত ৬ এপ্রিল রাজধানীতে শাহে আলম মুরাদের নেতৃত্বে ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা।

সেদিন সকাল ৭টার দিকে শুরু হওয়া মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলটি ঘিরে কয়েকদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *