ছয় দফা দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’

Spread the love

রোববার (২০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত এক মহাসমাবেশে ছয় দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা। দাবি আদায় না হলে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত এ সমাবেশে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি নিশান রহমান বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে আমাদের ছয় দফা দাবির বাস্তবায়ন না হলে আমরা লং মার্চ কর্মসূচি ঘোষণা করব।”

সমাবেশে উপস্থিত আরেক প্রতিনিধি হাবিবুর রহমান বলেন, “আমরা আর এসি রুমের আলোচনায় যাব না। এসব নাটক বন্ধ করতে হবে। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “কারিগরি সেক্টরে দীর্ঘদিন ধরে যে বৈষম্য চলে আসছে, তা দূর করতে হবে। আমরা আর শুধু মৌখিক আশ্বাসে বিশ্বাস করি না। দাবি পূরণ হলেই আমরা ক্লাসে ফিরে যাব।”

এর আগে সকাল থেকেই কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে থাকেন। বেলা ১১টার পর তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা আগারগাঁওয়ের মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট পর্যন্ত গিয়ে মহাসমাবেশে পরিণত হয়।

সমাবেশস্থলে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। সেগুলোতে লেখা ছিল—‘আমি কে, তুমি কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’, ‘তেরোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’, ‘এক হও, এক হও, পলিটেকনিক এক হও’ ইত্যাদি। বিভিন্ন স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।

শিক্ষার্থীরা জানায়, তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে চাকরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমান সুযোগ, কারিগরি শিক্ষার মান উন্নয়ন, পদোন্নতিতে বৈষম্য দূর, শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ, ইন্ডাস্ট্রিতে স্বীকৃতি এবং কারিগরি শিক্ষা নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *