তালবাড়িয়া স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, তোপের মুখে ইউএনও

Spread the love

কুষ্টিয়া, মিরপুর, ২৩ এপ্রিল:
জানা যায় ২২ এপ্রিল, কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলেরা জোয়াদ্দারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থী মহল। আজ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষকের অপসারণ ও বিচার দাবিতে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, দিলেরা জোয়াদ্দার দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন খাতে অর্থ আত্মসাতসহ শিক্ষক নিয়োগ ও প্রশাসনিক কার্যক্রমে অনিয়ম করে আসছেন। তারা বলেন, “বিদ্যালয়ের উন্নয়নের টাকা কোথায় যাচ্ছে কেউ জানে না, অথচ শ্রেণিকক্ষের অভাব, শিক্ষকদের সংকট এবং পরীক্ষার ফি বাড়ানো হচ্ছে বারবার।”

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মিরপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও)। তিনি পরিস্থিতি শান্ত করতে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীদের ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠলে ইউএনও নিজেই শিক্ষার্থী ও অভিভাবকদের তোপের মুখে পড়েন।

ঘটনাস্থলে উপস্থিত এক অভিভাবক বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছিলাম। কিন্তু প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা যেভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে আচরণ করেছেন, তা অত্যন্ত দুঃখজনক।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। অনেকেই দাবি জানিয়েছেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার।

বিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *