শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Spread the love

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বাবা ও মাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে দায়ের করা এক মামলায় মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগরের প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

মামলাটি দায়ের করেছেন শাওনের দ্বিতীয় মা নিশি ইসলাম। এতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে।

আদালতে মামলার শুনানির সময় বাড্ডা থানার দুই পুলিশ সদস্য নিজেদের দায় স্বীকার করে বলেন, তৎকালীন ওসির নির্দেশে তারা বাদী নিশি ইসলামকে আটক ও নির্যাতন করেন। তবে আসামি মেহের আফরোজ শাওন, ডিবি হারুনসহ অন্যরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আদালতের এই আদেশে সন্তুষ্টি প্রকাশ করে বাদী নিশি ইসলাম বলেন, “আমরা চাই আসামিদের শাস্তি হোক। শাওন এই মামলায় প্রভাব খাটানোর চেষ্টা করেছে এবং আমাদের মারধর করেছে।”

এই মামলার বিষয়ে মেহের আফরোজ শাওনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *