টেকনাফে পাহাড় থেকে অপহৃত ৬ শ্রমিক উদ্ধার

Spread the love

কক্সবাজারের টেকনাফে কাজের সন্ধানে আসা সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬ নির্মাণ শ্রমিককে বাহারছরা পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের রাজছড়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তারা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), সফর উদ্দিনের ছেলে খালেদ হাসান (১৯), মৃত সরবদির ছেলে আব্দুল জলিল (৫৫) ও মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২)।

তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, গত ১৬ এপ্রিল সিলেটের জকিগঞ্জ থেকে রাজমিস্ত্রি কাজ করার জন্য টেকনাফ রাজাছড়া গ্রামে এসে অপহরণের শিকার হন তারা।

বিষয়টি টেকনাফ মডেল থানা পুলিশ অবগত হওয়ার পর টেকনাফ থানার একটি টিম টানা কয়েক দিন অভিযান চালায়। পুলিশ আজ মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার রাজাছড়া পাহাড়ের ভিতর থেকে অক্ষত অবস্থায় ৬ নির্মাণ শ্রমিককে উদ্ধার করে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *