ঝিকরগাছার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আ.লীগ নেতা গ্রেপ্তার

Spread the love

যশোরের ঝিকরগাছার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানসহ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৭ এপ্রিল) ঢাকা ডিবির ইন্সপেক্টর আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার (২৬ এপ্রিল) রাতে ঢাকার পান্থপথ থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিকরগাছার কাউরিয়া গ্রামের মৃত হুমায়ুন রশিদের ছেলে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর রশিদ (৪৮), ঝিকরগাছা পৌর যুবলীগের সহ-সভাপতি ও পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কমিশনার পুরন্দরপুর গ্রামের শামসুর রহমানের ছেলে আমিরুল ইসলাম রাজা (৪৭) ও উপজেলা যুবলীগ নেতা কৃষ্ণনগর গ্রামের ওবায়দুল হকের ছেলে জাফিরুল হক (৪৫)।

ডিবি পুলিশ জানায়, ঢাকার পান্থপথ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন ওই তিন জন। এসময় তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পূর্বের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁদেরকে (রবিবার) ঢাকা সিএমএম আদালতে পাঠানো হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *