
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় রাজবাড়ীর সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার দুপুরে রাজবাড়ী সদর আমলি আদালতের বিচারক মো. তামজিদ আহমেদ রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন মঞ্জুর বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক।
পিপি আব্দুর রাজ্জাক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় দুপুরে কাজী কেরামত আলীকে আদালতে তোলা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক এই সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
পরে শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান তিনি।
এ ছাড়া শিক্ষার্থীদের ওপর হামলায় অন্য একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।