
মোঃ শরিফ(২৫), পিতা- মৃত ইয়াসিন মন্ডল, সাং- সাতগাড়ী, থানা ও জেলা- চুয়াডাঙ্গা। ভাড়াই ইজিবাইক চালাক। সে বিভিন্ন ব্যক্তির ইজিবাইক ভাড়া নিয়ে চালনা করে জীবিকা নির্বাহ করে থাকে। গত ইং- ২৪/০৪/২০২৫ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকায় মোঃ আঃ কাদের(৫৯), পিতা- মোঃ সুজু মিয়া, সাং- ফার্মপাড়া, থানা ও জেলা- চুয়াডাঙ্গার ০১(এক) টি ইজিবাইক ভাড়া মারার জন্য নেয়।
একই তারিখ রাত্র অনুমান ০৯.০০ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর থানাধীন একাডেমী মোড় হতে আলমডাঙ্গা থানাধীন রংপুর গ্রামে যাওয়ার জন্য ০৩(তিন) ব্যক্তি ভিকটিম শরিফ(২৫) এর ইজিবাইকে উঠে। শরীফ(২৫) ইজিবাইক নিয়ে আলমডাঙ্গা থানাধীন রংপুর টু মাজহাদ গ্রামের মাঠের মধ্যে পাঁকা রাস্তার উপর পৌছালে আসামীরা ভিকটিম শরিফ(২৫) ধারালো চাকুর ভয় দেখিয়ে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায়। বর্ণিত ঘটনায় বাদীর লিখিত এজাহারের প্রেক্ষিতে আলমডাঙ্গা থানার মামলা নং- ৪২, তাং- ২৭৪/০৪/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৯২ পেনাল কোড রুজু হয়।
আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ আজগর আলী এর নেতৃত্বে এসআই(নিঃ) কাজী শামসুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া ইং-২৭/০৪/২০২৫ তারিখ বাদীর ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করতঃ আসামী ১। মোঃ বিকাশ(২১), পিতা- মোঃ শিপন মেম্বার, সাং- রংপুর, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা, ২। মোঃ আজিজুর রহমান টুটুল(৪০), পিতা- মৃত রিয়াজতুল্লাহ, সাং- কালাইডাঙ্গা, থানা ও জেলা- মেহেরপুর, ৩। মোঃ জাহিদ ইসলাম(২২), পিতা- মোঃ ইদ্রিস আলী ইদু, সাং- মোচাইনগর(আসমানখালী) ভিটেপাড়া, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।