প্রধান শিক্ষক ও সহ-শিক্ষকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

Spread the love

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে সোবাহান নামে এক মুদি ব্যবসায়ীকে স্কুলে ডেকে নিয়ে আটক করে চাঁদা দাবীর অভিযোগ উঠেছে ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় আজ ভুক্তভোগী সোবাহানের ছেলে ফারুক হোসেন বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, আব্দুস সোবাহান নামে ওই ব্যাবসায়ীকে সোমবার সকালে গোতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেকে নেন সহকারী শিক্ষক আমিনুর রহমান। এসময় প্রধান শিক্ষক তাকে মিথ্যা ওই স্কুলের একটি কক্ষে প্রায় ৪ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন।পরে পূর্বপরিকল্পিত ভাবে প্রথমে গালিগালাজ করে এবং মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। আব্দুস সোবাহান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রধান শিক্ষক সুফিয়া বেগম ও আমিনুর রহমান তাকে বেধড়ক মারধর করেন বলে দাবী করা হয়। এসময় সহিদার নামের একজন ও বেধড়ক মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
পরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হাতীবান্ধা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন ওই প্রধান শিক্ষক।
এব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক সুফিয়া বেগমের সাথে কথা হলে তিনি দাবী করে বলেন, তার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।
আর সহকারী শিক্ষক আমিনুর রহমান বলেন প্রধান শিক্ষক সোবাহানকে ডেকে আনতে বলেছে তাই আমার ফোন দিয়ে কল দিয়ে তাকে স্কুলে ডেকে এনেছি। কিন্তু তার কাছ থেকে কোন টাকা চাওয়া হয়নি।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন- অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *