
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার মিরপুর থানার সদরপুর হিন্দুপাড়া গ্রামের একমাত্র পুত্র সন্তান মোঃ রাজিব আলী (২৪) সৌদি আরবে আত্মহত্যা করেছেন।
জানা গেছে, রাজিব আলী পেশায় একজন মাছ বিক্রেতা মোঃ রাজন আলীর ছেলে। ১লা মে ২০২৫, সন্ধ্যায় সৌদি আরবে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রবাসে থাকাকালীন তিনি জানতে পারেন, তার প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে গেছে। এ খবর শোনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন রাজিব। ধারণা করা হচ্ছে, প্রেমিকার বিয়ের খবরের ধাক্কা সামলাতে না পেরে তিনি আত্মহননের পথ বেছে নেন।
মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাজিব দেড় বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি দেন।
ঘটনার বিস্তারিত জানার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।