গ্যাস অনুসন্ধানে বাপেক্সের কূপ খনন

Spread the love

চাঁদপুর প্রতিনিধি:
বাংলাদেশ পেট্রোলিয়ম এক্সপ্লোরেশনঅ্যান্ড প্রোাডাকশনকোম্পানি লিমিটেড (বাপেক্স)চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গ্যাস অনুসন্ধানে পরীক্ষামূলক কূপখনন করছেন। শুক্রবার (২ মে) বাপেক্সের একটি কারিগরি দলউপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামে ভূ-তাত্ত্বিক পরীক্ষা-নিরীক্ষা চালায়।

স্থানীয়রা জানান, তিন দিন ধরে বাপেক্সেরলোকজন এলাকায় অবস্থান করে বিভিন্ন পরীক্ষা চালাচ্ছেন। শুক্রবার সকালেও তারা প্রায় তিন থেকেচার ঘণ্টা কাজ করেন। মাটির নিচে পাইপ বসিয়েছে এবং এখান থেকে পলিথিনে করে কিছু মাটিরনমুনা নিয়ে গেছে। জানিয়েছে, ১০ দিন পর আবার পরীক্ষা করতে আসবে। তারা কী খুঁজেপাবে, তা আমরা জানি না।বাপেক্সের বিআরএম প্রকল্প বক-৯ এর প্রকল্পব্যবস্থাপক মোঃ ইলিয়াস বলেন, এখানে আপাতত যন্ত্রপাতির কার্যকারিতা যাচাই করা হচ্ছে।

মূলঅনুসন্ধান কাজ জুন মাস থেকে শুরু হবে। এই অনুসন্ধানের সূচনা হয়েছে লক্ষèীপুরের রামগঞ্জ থেকে,আর মতলব উত্তরে পূর্ণাঙ্গ কাজ শুরু হতে জুলাই-আগস্ট পর্যন্ত সময় লাগতে পারে।তিনি আরও বলেন, বর্তমানে এখানে কোনোগ্যাসের মজুত পাওয়া যায়নি। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না।চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতে বিশেষজ্ঞরা বলতে পারবেন কোথায় গ্যাস বা তেলের সম্ভাব্য খনিরয়েছে কিনা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *