সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু, আহত ১

Spread the love

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট সদর উপজেলার নিজপাড়া এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে মারুফ হোসেন (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আব্দুর রহিম (৩০) নামের অপর শ্রমিক আহত হয়েছে।

শনিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মহেন্দ্রনগর এলাকার নিজপাড়ার বাসিন্দা জহুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক মারুফ একই উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া ৬ নং ওয়ার্ডের আদুল খালেকের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানায়, লালমনিরহাট সদর উপজেলার নিজপাড়ার জহুরুলের বাড়িতে সকাল ১০টার পরপর সেপটিক ট্যাংক সংস্কারের কাজ করতে শুরু করে শ্রমিক মারুফ ও আব্দুর রহিম। প্রথমে সেপটিকে নেমে পড়ে মারুফ। সেখানে অতিরিক্ত গ্যাসে প্রথমে অসুস্থ হয়ে ঢলে পড়েন।

পরে অপর শ্রমিক ট্যাংকে নামে। এসময় গ্যাসের কারণে সেও অসুস্থতা বোধ করলে দ্রুত উপরে উঠে রহিম কিন্তু শ্রমিক মারুফ উঠতে পারেনি এবং সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ও ফায়ারসার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহত শ্রমিক মারুফের মরদেহ উদ্ধার করে।

সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যুর বিষয়টি লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী নিশ্চিত করেছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *