রাজশাহীতে ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু

Spread the love

রাজশাহী প্রতিনিধি: 

শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলাকালে রাজশাহীতে এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে। নিহত মনির হোসেন দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে স্টান্ট পারফরমার হিসেবে কাজ করছিলেন।

শনিবার (৩ মে) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির পরিচালক রায়হান রাফী।

রায়হান রাফী বলেন, “মনির দুপুরে শট দিয়েছেন। শটের পর তিনি একদম স্বাভাবিক ছিলেন এবং সহকর্মীদের সঙ্গে গল্প করছিলেন। তবে এক-দুই ঘণ্টা পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

সিনেমার কলাকুশলীরা জানান, রাজশাহী নগরীর হাইটেক পার্ক এলাকায় নির্মিত শুটিং সেটে মনির হোসেন অসুস্থতা অনুভব করেন। পরে সেখানে থাকা ইউনিটের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।

পরিচালক রাফী আরও জানান, “সম্ভবত তিনি সকালে স্ট্রোক করেছিলেন, তবে সেটা কাউকে বুঝতে দেননি। অসুস্থ বোধ করলেও কাউকে কিছু জানাননি।”

মনির হোসেন নারায়ণগঞ্জে বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করে আসছিলেন।

‘তাণ্ডব’ সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *