পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে চলছে। এই হামলার পর থেকেই পরোক্ষভাবে পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। নয়াদিল্লির অভিযোগ, ভয়াবহ এ হামলায় জড়িতদের মদদ দিয়েছে ইসলামাবাদ। এমন অব্যাহত অভিযোগের কারণে শঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত।

আর ভারত যদি এমন কিছু করে তাহলে প্রয়োজনে প্রচলিত অস্ত্রের বাইরে পারমাণবিক অস্ত্রও ব্যবহার করা হবে বলে হুমকি দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খালিদ জামিল।

সম্প্রতি রুশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ভারত সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি অভিযোগ করেন, ভারত ‘দায়িত্বজ্ঞানহীন বিবৃতি’ দিয়ে উত্তেজনা উস্কে দিচ্ছে। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যুদ্ধ বাধলে ভারতের সংখ্যাগত শক্তির কোনো মূল্য থাকবে না।

পাকিস্তানি এ কূটনীতিক বলেন, “যখন ভারত ও পাকিস্তানের বিষয়টি আসে আমরা সংখ্যাগত আধিক্যের বিষয়টি নিয়ে ভাবি না। পাকিস্তান যুদ্ধে তার পূর্ণ শক্তি প্রদর্শন করবে। প্রয়োজনে প্রচলিত এবং পারমাণবিক দুই অস্ত্রই ব্যবহার করা হবে।”

রাষ্ট্রদূত জামিল রুশ সংবাদমাধ্যমকে জানান, পাকিস্তান কিছু গোপন নথি পেয়েছে। যেগুলোতে ভারতের সম্ভাব্য হামলার তথ্য রয়েছে। তিনি জানান, এসব বিষয়ের ওপর তারা কাছ থেকে নজর রাখছেন এবং সম্ভাব্য এ হামলার জন্য তাদের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

তিনি বলেন, আমাদের কাছে প্রমাণ আছে ভারত হামলার প্রস্তুতি নিচ্ছে। যে কোনো আগ্রাসনের শক্তিশালী জবাব দেওয়া হবে।

বিশেষ সতর্কতায় তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পাকিস্তান নদীর যে পানি পায় তা যদি ভারত আটকানোর চেষ্টা করে তাহলে বিষয়টিকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: সামা টিভি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *