চীনে পর্যটকবাহী নৌকা ডুবে ১০ জনের মৃত্যু

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশের কিয়ানশি শহরে ভয়াবহ ঝোড়ো বাতাসের কবলে পর্যটকবাহী একাধিক নৌকাডুবির ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৭০ জনকে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৫ মে) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
চীনের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি জানায়, রোববার গুইঝো প্রদেশের কিয়াংশি শহরের একটি নদীতে পর্যটক বহনকারী একাধিক নৌকা ডুবে যায়। এতে নৌকাগুলোর অন্তত ৮৪ যাত্রী পানিতে পড়ে যান।

সোমবার সকাল পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মে দিবসকে ঘিরে চীনে চলছে সপ্তাহব্যাপী ছুটি। এ সময় দেশটিতে থাকে পর্যটনের রমরমা মৌসুম। এর মধ্যে এ দুর্ঘটনা ঘটল।
প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনায় তীব্র শোক প্রকাশ করে উদ্ধার তৎপরতায় সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সম্প্রতি একাধিক দুর্ঘটনার প্রেক্ষাপটে পর্যটন ও গণপরিবহনে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা জরুরি।

এর আগে, গত দুই মাস আগে চীনের হুনান প্রদেশে একটি যাত্রীবাহী নৌকা কার্গো জাহাজের সঙ্গে ধাক্কায় ১১ জন নিহত হয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *