চার দেশে ইসরায়েলের হামলা, নিহত ৫৪

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজাসহ ইসরায়েল ইয়েমেন, লেবানন এবং সিরিয়ার বিমান হামলা করেছে ইসরায়েল। এই হামলায় কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনে হোদেইদায় অন্তত ৩০টি যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এ ছাড়া লেবানন ও সিরিয়াতেও হামলা চালিয়েছে ইসরায়েল।
এর আগে গত রোববার গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এই পরিকল্পনার মধ্যে গাজা পুরোপুরি দখল ও ভবিষ্যতে নিয়ন্ত্রণে রাখার মতো বিষয় রয়েছে বলে জানা যাচ্ছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভা রোববার সন্ধ্যায় গাজায় হামলা বাড়ানোর নিয়ে বৈঠকে বসে। সেসব বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে।

ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, আগামী কয়েকমাস ধরে পর্যায়ক্রমে গাজায় সামরিক হামলা বৃদ্ধির এই প্রস্তাবটি সর্বসম্মিতক্রমে অনুমোদন করেছে মন্ত্রিসভা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫২,৫৬৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৮,৬১০ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা আপডেট করে ৬১,৭০০ জনেরও বেশি বলেছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে আনুমানিক ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশিকে বন্দী করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *