নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

Spread the love

লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুরে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কবিরাজের নাম আবু ছিদ্দিক। মঙ্গলবার রাতে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৭ মে) লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন ।

স্থানীয়রা জানান, সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ফতেহধর্মপুর এলাকার নুরনবীর স্ত্রী লিপি আক্তার (৪০) কবিরাজি চিকিৎসা নিতে পার্শ্ববর্তী পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর এলাকায় আবু ছিদ্দিক কবিরাজের বাড়িতে যান। এ সময় আবু ছিদ্দিক তাকে একা পেয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সম্মান বাঁচে তার।

স্থানীয়রা আরও জানান, ধর্ষণচেষ্টার ঘটনায় ভিকটিম লিপি আক্তার নিজেই বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টায় লক্ষ্মীপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত কবিরাজের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. আবদুল মোন্নাফ বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত কবিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *