লাহোর, শিয়ালকোট ও করাচি বিমানবন্দর ফের সাময়িকভাবে বন্ধ

Spread the love

জনতারকথা ডেস্ক:

ভারেতের সঙ্গে উত্তেজনার জেরে পাকিস্তানের তিনটি প্রধান বিমানবন্দর—লাহোর, শিয়ালকোট ও করাচি—সাময়িকভাবে বাণিজ্যিক ফ্লাইটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।

নতুনভাবে জারি করা নোটাম (নোটিশ টু এয়ারমেন) অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকেই এই তিনটি শহরের আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে এবং তা দুপুর ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

নোটামে বলা হয়েছে, ‘লাহোর, করাচি ও শিয়ালকোটের একাধিক রুটে বাণিজ্যিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’

আকাশপথ বন্ধ থাকায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একাধিক ফ্লাইটের উপর প্রভাব পড়েছে। মদিনা থেকে লাহোরগামী একটি পিআইএ ফ্লাইট করাচিতে মোড় নেওয়ানো হয়েছে। একইভাবে মুলতান থেকে লাহোরগামী আরেকটি ফ্লাইটও করাচিতে সরিয়ে নেওয়া হয়েছে।

এছাড়া, ভোর ৪টা ১৫ মিনিটে লাহোরে অবতরণের কথা ছিল একটি ফ্লাইটের, তবে অস্থায়ী নিষেধাজ্ঞার কারণে তা নামতে পারেনি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রক্ষা করে পদক্ষেপ নেওয়া হচ্ছে। যাত্রীদের সর্বশেষ আপডেট জানার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, ইসলামাবাদ বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া এবং সেখানে অবতরণ করা ফ্লাইটগুলোকে আগে থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি নিতে বলা হয়েছে।

এর আগে বুধবার পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) এক বিবৃতিতে জানিয়েছিল, দেশের সব বিমানবন্দর স্বাভাবিকভাবে চালু রয়েছে এবং জাতীয় আকাশসীমা বেসামরিক বিমান চলাচলের জন্য সম্পূর্ণ নিরাপদ।

বিবৃতিতে বলা হয়েছিল, ‘দেশীয় ও আন্তর্জাতিক সব ফ্লাইট নির্ধারিত সময়ে পরিচালিত হচ্ছে। সিয়ালকোট বিমানবন্দরেও স্বাভাবিকভাবে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে।’

স্পষ্টভাবে জানানো হয়, ‘শিয়ালকোটে বিমান চলাচল পুরোপুরি পুনরায় চালু হয়েছে এবং আন্তর্জাতিক সব ফ্লাইট নির্ধারিত সময় অনুযায়ী পরিচালিত হবে।’


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *