বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

Spread the love

ময়মনসিংহ প্রতিনিধি।

ময়মনসিংহে ইয়াসিন আলী স্বপন (৩৫) নামের বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (৯ মে) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, বৃহস্পতিবার রাতে নগরীর আকুয়া মড়লবাড়ি গন্দ্রপা মালবাড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ইয়াসিন।

নিহত স্বপন ওই এলাকার রজব আলীর ছেলে। তিনি আনন্দ মোহন কলেজে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। পাশাপাশি ওই এলাকায় তার একটি মুদি দোকানও রয়েছে। নিহত স্বপন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২০২২ সালে ইয়াসিন আলী স্বপনের চাচা পারভেজকে মাদককারবারি দিলীপ ও তার সহযোগীরা হত্যা করে। দায়ের করা এ মামলায় দিলীপ কারাগারে ছিলেন। বছরখানেক আগে দিলীপ জামিনে ছাড়া পেয়ে পুনরায় এলাকায় মাদক ব্যবসা শুরু করেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্বপনের দোকানে তার চাচাতো ভাই আমির হোসেনকে মামলা তুলে নিতে চাপ দেয় দিলীপ। রাজি না হওয়ায় দিলীপ ও তার লোকজন আমির হোসেন ও স্বপনকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোরে স্বপনের মৃত্যু হয়।

আরাফাত নামে স্বপনের আরেক চাচাতো ভাই বলেন, দিলীপ ও তার লোকজন দীর্ঘদিন ধরে নানাভাবে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় বৃহস্পতিবার স্বপন ও আমির হোসেনের ওপর হামলা করে দিলীপ।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *