গাজীপুরে কারখানা বন্ধে শ্রমিকদের বিক্ষোভ

Spread the love

গাজিপুর প্রতিনিধি।

গাজীপুরের কাশিমপুরে শ্রমিক আন্দোলনের জের ধরে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ ঘোষণা করে কারখানার গেটে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। কাশিমপুরের সুরাবাড়ি এলাকার মার্ক সোয়েটার লিমিটেড কারখানায় কর্মরত শ্রমিকেরা রোববার (১১ মে) সকালে কারখানা গেটে গিয়ে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেন। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই কারখানা এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, কাজের রেট বৃদ্ধির জন্য তারা কয়েকদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। আজ তাদের এ ব্যাপারে কাজের রেট প্রকাশ করার কথা থাকলেও সকালে এসে দেখেন কারখানার গেটে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ।

এসময় তারা কারখানা খুলে দেওয়া এবং এপিএম হাসমতসহ কয়েকজন সুপারভাইজারের অপসারণ দাবি করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *