আ.লীগ নেতা বিমানবন্দরে গ্রেপ্তার

Spread the love

নারায়ণগঞ্জ প্রতিনিধি।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ মে) সকালে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট পুলিশ তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মো. মফিজুল রহমান।

তিনি বলেন, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র ও জনতার ঘটনায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃতকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম বলেন, তার (মাসুদুর রহমান মাসুম) বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের তিনটি হত্যা মামলা রয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *