শত্রুতার আগুনে পুড়লো জেলের ২টি নৌকা ও জাল

Spread the love

স্টাফ রিপোর্টার:

রাতের আঁধারে পুড়িয়ে দেওয়া হলো জেলের জীবিকার একমাত্র অবলম্বন ২টি নৌকা আর জাল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নোয়ালী গ্রামের কপোতাক্ষ নদের বুকে। এই ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জেলে মিন্টু কুমার বিশ্বাস (৪০)। তিনি পানিসারা ইউনিয়নের বেজিয়াতলা গ্রামের মৃত আদিত্য কুমার এর ছেলে। আর অভিযুক্তরা হলেন মনিরামপুর উপজেলার খাটুরা গ্রামের লতিফের পুত্র কাসেম (৫০) ও মিজান (৩০), লুতুর পুত্র সাইফুল (৩০), নিজাম এর পুত্র আঃ সামাদ (৪০), মুজিত এর পুত্র সুমেল (৩০), এবং আবুল এর পুত্র সায়েব (৪০)।

অভিযোগে মিন্টু উল্লেখ করেন, গত ১২ মে তারা ৭জন জেলে ২টি নৌকা নিয়ে কপোতাক্ষ নদে মাছ ধরতে যায়। এসময় মাছ ধরা নিয়ে অভিযুক্তদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা তাকে হুমকি ধামকি প্রদান করেন। এরপর প্রতিদিনের ন্যায় তিনি নৌকা ও জাল নোয়ালী ঘাটে রেখে বাড়িতে আসেন। পরেরদিন সকালে ঘাটে গিয়ে দেখতে পান তার ২টি নৌকা এবং জাল আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে তার ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন।

ক্ষতিগ্রস্থ মিন্টু বিশ্বাসের বাড়িতে গিয়ে দেখা যায় তার মাটির ঘরের দেওয়াল ধ্বসে পড়েছে। ঘরের চাল নেই। ভাঙা ঘরের বারান্দায় বসে কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, আমার সব শেষ হয়ে গিয়েছে। আয়ের একমাত্র অবলম্বন ছিলো মাছ ধরার নৌকা ও জাল। সেটাই তারা পুড়িয়ে দিলো। এখন আমি কি করবো? তিনি এই ঘটনায় দোষীদের উপযুক্ত বিচার এবং সরকারের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, অভিযোগ পেয়ে আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। দ্রুতই এই ঘটনায় দায়ীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *