সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প… সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিলেন। মঙ্গলবার (১৩ মে) সৌদি আরব সফরে দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।

ট্রাম্প জানান, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরামর্শে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে সিরিয়া। ট্রাম্পের ঘোষণার পর উল্লাস শুরু হয় দেশটিতে।

অপরদিকে, চলমান সৌদি সফরে ট্রাম্প ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার মধ্যে বৈঠকের ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউজ।

এর আগে, বাশার আল আসাদের আমলে সিরিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। গত ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হন তিনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *