৫ কোটি টাকা মূল্যের সিগারেট জব্দ করেছে মোংলা কাস্টমস কর্তৃপক্ষ

Spread the love

জনতারকথা ডেস্ক:

মিথ্যা ঘোষণা দিয়ে মোংলা বন্দরে আসা প্রায় ৫ কোটি টাকা মূল্যে সিগারেট জব্দ করেছে মোংলা কাস্টমস হাউস।

মঙ্গলবার (১৩ মে) বন্দর জেটির একটি কনটেইনার থেকে এ সিগারেটগুলো জব্দ করে কাস্টমস। জানা যায়, ঢাকা পুরানা পল্টন এলাকার মেসার্স মুন্না এন্টার প্রাইজ নামক প্রতিষ্ঠান এ অবৈধ সিগারে গুলো আমদানি করে। তবে আমদানীকালে তাদের ঘোষণা ছিলো রিবন ও ফিতা।

দীর্ঘদিন আমদানীকৃত ওই পণ্য ছাড় করাতে না আসায় সন্দেহবসত বন্দর জেটিতে রাখা পণ্যবাহী কন্টেইনারটি মঙ্গলবার দুপুরে তল্লাশি করে মোংলা কাস্টম হাইজ কর্তৃপক্ষ। এরপর ওই কন্টেইনারে পাওয়া যায় সিলভার ব্রান্ডের সিগারেট। যা আমদানি নিষিদ্ধ। মিথ্যা ঘোষণা দিয়ে মুন্না এন্টারপ্রাইজ এই অবৈধ সিগারেট আমদানি করে।

৩৯০ প্যাকেজে ৭৮ লাখ শলাকার ওরিস সিলভার ব্রান্ডের সিগারেটের আনুমানিক মূল্য আমদানি পর্যায়ে আরোপিত ৫ কোটি ৪ লাখ ৫৬ হাজার ৪০৬ টাকা। এ ঘটনায় পণ্য চালানটির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মোংলা কাস্টম হাউসের কমিশনার মুহম্মদ শফিউজ্জামান।

 

 

সূত্র: বিডি২৪


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *