পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Spread the love

চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে দুদিনে দুই শিশুর মৃত্যু হয়েছে। অর্পণ শীল (১৮ মাস) ও হুমাইরা আকতার (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে পৃথকস্থানে।
শনিবার সকাল ১১টায় উপজেলার গহিরা ইউনিয়নের দলইনগর ও দুপুরে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে এসব ঘটনা ঘটে। নিহত অর্পণ শীল দলইনগর এলাকার বাদল শীলের ছেলে।

সূত্রে জানা যায়, সকালে পরিবারের সবার অগোচরে অর্পণ হাঁটতে হাঁটতে বাড়ির সামনের পুকুরের কাছে চলে যায়। এক পর্যায়ে সে পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এ সময় বাড়িতে অতিথি আসায় পরিবারের সদস্যরা ব্যস্ত ছিলেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একইদিন দুপুরে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকায় হুমাইরা আকতার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়। হুমাইরা ওই এলাকার বড়বাড়ি পাড়া কালাগাজীর বাড়ির জসিম উদ্দীনের একমাত্র মেয়ে।
জানা যায়, ‘খেলতে খেলতে দুপুর ১টার পর হুমাইরা বাড়ির পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *