মানবতা ও পরিবেশের বিরুদ্ধে যায় এমন আবিষ্কার করা যাবে না – লক্ষ্মীপুরের ডিসি

Spread the love

লক্ষ্মীপুর প্রতিনিধি।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, মানবতা ও পরিবেশের বিরুদ্ধে যায়, এমন আবিষ্কার করা যাবে না। আবিষ্কার করতে হবে যা মানবতার জন্য কল্যাণকর হয়। কোনোভাবেই যেন বিজ্ঞান ও প্রযুক্তি মানবতার বিরুদ্ধে না যায়।

লক্ষ্মীপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (১৯ মে) সকালে জেলা প্রশাসন আয়োজিত ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খ্রীসার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, জেলা প্রেসক্লাবের সভাপতি (সাবেক) আ.হ.ম মোস্তাকুর রহমানসহ আরও অনেকে।

বিজ্ঞান মেলায় জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, বিজ্ঞান-প্রযুক্তি ব্যবহার করে অনেকেই বোমা ও মারণাস্ত্র আবিষ্কার করেছে। যার সুফলের চেয়ে কুফলই বেশি। এজন্য এমন আবিষ্কার করতে হবে, যা পরিবেশ-মানবতার এবং দেশের জন্য মঙ্গলজনক।

শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে ডিসি বলেন, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে। নতুন নতুন আবিষ্কারে মনোনিবেশ করতে হবে। মনে রাখবে, যে দেশ যত বেশি বিজ্ঞান-প্রযুক্তিতে সমৃদ্ধ হবে। সে দেশ তত বেশি উন্নতি করতে পারবে।

আলোচনা সভার পূর্বে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করে অতিথিরা। পরে জেলার বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রজেক্টগুলো পরিদর্শন করে তারা।

উল্লেখ্য, লক্ষ্মীপুরের ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবন ছাড়াও কুইজ প্রতিযোগিতা, বির্তক প্রতিযোগিতা এবং বিজ্ঞান অলিম্পিয়াড এর আয়োজন করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *