প্রতিপক্ষকে ফাঁসাতে আত্মগোপনে যাওয়ার ১৭ দিন পর উদ্ধার করল পুলিশ

Spread the love

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যবসায়ীক বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে স্বপন মোল্লা (৪৫) আত্মগোপনে যাওয়ার ১৭ দিন পর উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ মে) রাতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার একটি ক্যাম্পের পাশে মসজিদ থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে সরিষাবাড়ী থানার এস আই আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আত্মগোপনে যাওয়া স্বপন মোল্লা উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাইঞ্চারপাড়া গ্রামের জসীম উদ্দীন মোল্লার পুত্র।

পুলিশ ও পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার সাইঞ্চারপাড়া গ্রামের ইট বালু ব্যবসায়ী স্বপন মোল্লা গত ১০ মে রাত ৯টার দিকে রাতের খাওয়া দাওয়া শেষে মোটরসাইকেল নিয়ে বের হন। পরদিন থানা পুলিশ পৌর সভার মাধুর মোড় এলাকার বালুর মাঠ থেকে স্বপন মোল্লার মোটরসাইকেল, পরনের শার্ট ও স্যান্ডেল উদ্ধার করেন। এ ঘটনায় স্বপন মোল্লার পিতা জসিম উদ্দিন মোল্লা ১১ মে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গত ২২ মে স্বপন মোল্লার মোবাইল থেকে অসুবিধার কথা বলে পরিবারের সদস্যদেরকে ২লাখ টাকা পাঠাতে বলে। বিষয়টি পুলিশকে জানালে উখিয়া থানা পুলিশের সহায়তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আত্মগোপনে থাকা স্বপনকে উখিয়ার মসজিদ থেকে তাকে উদ্ধার করে। পরিবারের দাবি, আর্থিক বিরোধের কারনে তিনি আত্মগোপনে চলে যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান (রাশেদ) জানান, জিডির পর আমরা তদন্ত শুরু করি। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বূধবার রাতে তাকে উদ্ধার করি।

স্বপন মোল্লাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তিনি নিজে থেকেই আত্মগোপনে যান বলে জানিয়েছেন। উদ্ধারকৃত স্বপন মোল্লাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *