বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

Spread the love

নিউজ ডেস্ক

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা চালিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টার দিকে রংপুর নগরীর সেনপাড়া স্কাইভিউ বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। এর পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। এ পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে, রংপুরে জিএম কাদেরের অবস্থানকে ঘিরে হঠাৎ করে বৈষম্যবিরোধী ছাত্রদের এই হামলায় ফুঁসে উঠেছে জাতীয় পার্টি।

এর আগে সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রংপুর প্রেসক্লাব এলাকায় জড়ো হন। সেখান থেকে তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার এবং আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়-সংলগ্ন গ্র্যান্ড হোটেল মোড়ে এসে অবস্থান নেয়। পরে সেখান থেকে সেনপাড়ায় গিয়ে এরশাদের বাসভবন স্কাইভিউতে ঢিল নিক্ষেপ করেন তারা। একপর্যায়ে তারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

এদিকে, বিকেলে জিএম কাদের সাংবাদিকদের বলেন, বর্তমান সরকার বর্ণবাদীদের মত মত বৈষম্য সৃষ্টি করছে। একইসঙ্গে রাজনৈতিক বৈষম্যও সৃষ্টি করছে সরকার। এভাবে বৈষম্য বৃদ্ধি করলে এই সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেয়া সম্ভব নয়।

জিএম কাদেরের এ বক্তব্যের পরপরই ফুঁসে ওঠে বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও এনসিপির নেতাকর্মীরা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *