বিজ্ঞানমনস্ক উৎসবের বিকল্প নেই: শিক্ষা উপদেষ্টা

Spread the love

নিউজ ডেস্ক

অনেক অস্থিরতার মাঝেও সরকার অপার সম্ভাবনার দেশ গঠনে কাজ করছে। বিজ্ঞানমনস্ক উৎসব জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করে” বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

আজ বুয়েট অডিটোরিয়ামে ‘জাতীয় জীববিজ্ঞান উৎসব ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা আরও বলেন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নাগরিক মূল্যবোধ তৈরিতে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষা গুরুত্বপূর্ণ বাহন। সরকার এমন শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে চায়, যেখানে সকলের সমান শিক্ষার সুযোগ থাকবে এবং কোয়ালিটি এডুকেশন নিশ্চিত হবে।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শিক্ষার্থীদের বায়োলজিকে পেশা হিসেবে বেছে নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বায়োলজির বিস্তৃতি ব্যাপক এবং এটি জীবন সম্বন্ধে নতুন দৃষ্টিভঙ্গি দেয়। শিক্ষার্থীদের বিজ্ঞানের পথে, যুক্তির পথে নিয়ে আসতে পারলে তারা অযৌক্তিকতার পথে হাঁটবে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, বর্তমান যুগ বায়োটেকনোলজির যুগ।

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড. রাখহরি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মোঃ ছগীর আহমেদ ও বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক ড. তারিক আরাফাত।

এবারের জীববিজ্ঞান উৎসবে ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এদের মধ্য থেকে চারজন আগামী জুলাই মাসে ফিলিপাইনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে যোগদান করবেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *