কলেজছাত্রের মরদেহ উদ্ধার

Spread the love

মাগুরা প্রতিনিধি

মাগুরায় নিজ বাড়ির টিনের চালের ওপর পড়ে থাকা এক কলেজছাত্রের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) রাত ৮টার দিকে পৌরসভার তাঁতিপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কলেজছাত্রের নাম আমিন উদ্দিন আল আমীন (১৯)। তিনি পৌরসভার তাঁতিপাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাসদস্য তবিবুর রহমানের ছেলে। আল আমীন মাগুরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।মঙ্গলবার বিকেলে ছাদে উঠে ঘরের পাশের গাছ থেকে আম পাড়তে গিয়ে এক প্রতিবেশী সেখানে মরদেহটি পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর দেওয়া হলে রাত ৮টার দিকে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানায়, ১ জুন (রোববার) রাত ১০টার দিকে মোবাইল ফোনে আল আমীনকে ডেকে বাড়ি থেকে বের করা হয়। পরে দুটি রিকশা করে কয়েকজন তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল আল আমীন। তবে তার মোবাইল ফোন ঘরেই ছিল। এরপর থেকেই খোঁজাখুঁজি চলছিল। সোমবার নিখোঁজের ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। মঙ্গলবার নিজ বাড়ির টিনের চালে কীভাবে মরদেহটি পাওয়া গেল সেটি রহস্যজনক।
আলামিনের মা আনোয়ারা বেগম জুলেখা বলেন, চেনা এবং ঘনিষ্ঠদের মধ্য থেকেই ছেলেকে হত্যা করেছে। আমার একমাত্র ছেলেকে যারা মেরে ফেলেছে তাদের বিচার দেখতে চাই।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, নিহতের শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ফুলে গেছে ও পচন ধরেছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *