খালেদা জিয়ার সঙ্গে বিএনপি নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়

Spread the love

নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদুল আজহার রাতে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, “তিনি (খালেদা জিয়া) আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, দেশবাসীকেও ঈদ মোবারক জানিয়েছেন এবং সকলকে তাঁর জন্য, দেশের জন্য দোয়া করতে বলেছেন।
চেয়ারপারসনের শারীরিক অবস্থার বিষয়ে মির্জা ফখরুল বলেন, “এইটুকু জানাতে চাই, তিনি সুস্থ আছেন, ভালো আছেন, আগের চেয়ে ভালো আছেন।”

নেত্রীর সঙ্গে দেখা করার অনুভূতি ব্যক্ত করে মহাসচিব বলেন, “এটা আজ আমাদের জন্য আনন্দের মুহূর্ত। আমাদের সেই নেত্রী, যাঁর নেতৃত্বে আমরা রাজনীতি করেছি, যিনি বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছেন, তাঁর সঙ্গে কথা বলে আমরা নতুনভাবে অনুপ্রাণিত বোধ করি।
তিনি আরও বলেন, “গণতন্ত্রের প্রতি নেত্রীর অবিচল আস্থা রয়েছে। তিনি বিশ্বাস করেন, গণতান্ত্রিক পদ্ধতির বাইরে কোনো ব্যবস্থাই একটি রাষ্ট্রের কল্যাণে আসতে পারে না।”

মির্জা ফখরুল জানান, তাঁরা নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সন্তুষ্টি নিয়ে ফিরেছেন এবং আরও কয়েকজন সিনিয়র নেতা পর্যায়ক্রমে দেখা করবেন।

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *