জরুরি প্রয়োজন ছাড়া ভারতে ভ্রমণ না করার পরামর্শ

Spread the love

নিউজ ডেস্ক।

করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত ও সংক্রমণের হার বেড়ে যাওয়ায় পার্শ্ববর্তী দেশ ভারতসহ কয়েকটি দেশে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (৯ জুন) অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদের স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সতর্কবার্তা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন সাব-ভেরিয়েন্ট, বিশেষ করে অমিক্রন এলএফ.৭ (LF.7), এক্সএফজি (XFG), জেএন-১ (JN.1) এবং এনবি ১.৮.১ (NB 1.8.1) এর সংক্রমণ বাড়ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে এই ভাইরাস বাংলাদেশে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায়, ভারত ও অন্যান্য সংক্রামক দেশ থেকে ভ্রমণকারীদের উপর বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের সব স্থলবন্দর, নৌবন্দর ও বিমানবন্দরের আইএইচআর (IHR) ডেস্কে স্বাস্থ্য স্ক্রিনিং ও নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে সংক্রমণ রোধে ঝুঁকি মোকাবিলায় অতিরিক্ত কিছু কার্যক্রম গ্রহণের কথাও বলা হয়েছে নির্দেশনায়।

স্বাস্থ্য অধিদপ্তর মনে করছে, করোনা সংক্রমণ ঠেকাতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণকারীদের ওপর কঠোর নজরদারি বজায় রাখা জরুরি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *