‘আমাদের চেষ্টা ছিল চামড়া বিক্রেতারা যেন সরকার নির্ধারিত মূল্য পান’

Spread the love

নিউজ ডেস্ক।

আমাদের চেষ্টা ছিল চামড়া সংগ্রহটা ভালোভাবে করা এবং চামড়া বিক্রেতারা যেন সরকার নির্ধারিত মূল্য পান সেটিও নিশ্চিত করা। কিছু জায়গায় চামড়ায় লবণ দিতে দেরি ও সঠিকভাবে লবণ দিতে না পারায় চামড়া নষ্ট হয়েছে বলে মন্তব্য করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

সোমবার (৯ জুন) দুপুরে সাভারে বিসিক চামড়া শিল্পনগর পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

আদিলুর রহমান খান বলেন, ত্রুটিপূর্ণ কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) নির্মাণে যারা দায়ী ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। একই সঙ্গে দুদকের কার্যক্রম চালু আছে।

এদিকে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সিইটিপি’র বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান।

শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, সিইটিপি’র ডিজাইন ত্রুটিপূর্ণ, যারা এটি করেছে তারা ত্রুটিপূর্ণভাবে করেছে। এখন নতুন করে প্ল্যান্ট তৈরী করার সময় হয়েছে। সরকারও চাচ্ছেন এটি করতে। ইউরোপী ইউনিয়ন এব্যাপারে একটি স্ট্যাডি করছেন বিনামূল্যেই তারা এটি করে দিচ্ছেন।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ বিশেষ করে ইতালি, যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের দিয়ে একটি সিইটিপি করা যায় কিনা সেটি নিয়ে ভাবছি।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, আমরা ট্যানারি মালিকেরা ইতিমধ্যে ৪ লাখ পিস চামড়া সংগ্রহ করেছি। ঢাকার ভেতরে এবার ৮-১০ লাখ পিস পশু কোরবানি হয়েছে। কোরবানি কম হওয়ায় গত বছরের তুলনায় এবার শতকরা ১০ ভাগ চামড়া সরবরাহ কম হবে।

তিনি বলেন, লোদার ওয়ার্কিং গ্রুপ (এলডব্লিউজি) সনদের বাধ্যবাধকতা চলে আসায় চামড়ার মূল্যের দরপতন শুরু হয়। ট্যানারিগুলো এলডব্লিউজি সনদ না পাওয়ায় কারণে চামড়া বিক্রির ক্ষেত্রে কাঙ্খিত দাম ও ক্রেতা পাচ্ছি না। সিইটিপি যদি এলডব্লিউজি’র স্ট্যান্ডার্ডে হয় অথবা অভ্যন্তরীন পরিবেশ অধিদফতর অনুমোদিত হয় তাহলে চামড়ার দাম দ্বিগুন করা সম্ভব।

শিল্প উপদেষ্টা বিসিকের কার্যালয়ের কনফারেন্স কক্ষে এখাত সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন, বিসিক, সাভার উপজেলা প্রশাসন, ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্লান্ট কোম্পানি লিমিটেড (ডিটিআইইডব্লিওটিপিসিএল), ও বিভিন্ন ট্যানারীর মালিকদের সঙ্গে সভা করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রসঙ্গত, সাভারের বিসিক চামড়াশিল্প নগরে সোমবার দুপুর পর্যন্ত ৩ লাখ ৭৮ হাজার পিস চামড়া প্রবেশ করেছে। এছাড়া ঢাকার বিভিন্ন জায়গায় রয়েছে আরও সাড়ে ৭ লাখ পিস চামড়া।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *