ঈদের ছুটির মাঝপথে কর্মজীবীদের রাজধানীতে ফেরা শুরু

Spread the love

নিউজ ডেস্ক

ঈদের চতুর্থ দিন মঙ্গলবার (১০ জুন) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও রেলস্টেশনে দেখা গেছে কর্মজীবী মানুষের ফেরার চিত্র। তবে কোথাও তেমন ভিড় বা বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়নি। দূরপাল্লার বাস ও ট্রেনগুলো নির্ধারিত সময়েই ঢাকায় পৌঁছাচ্ছে।

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, যাত্রীরা নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন। গাজীপুর, আমিনবাজার, নারায়ণগঞ্জসহ ঢাকার প্রবেশপথে ছিল স্বাভাবিক যান চলাচল। সাধারণত ঈদের পরদিন থেকেই ঢাকায় ফেরা শুরু হয়, তবে এবারের দীর্ঘ ছুটির কারণে এখনো যাত্রীচাপ তেমন বাড়েনি।

জামালপুরের সরিষাবাড়ী থেকে ঢাকায় ফেরা নুবায়েত হোসেন বলেন, “ভাবছিলাম ফেরার সময় হয়তো কিছুটা ভোগান্তি হবে, কিন্তু বাস নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গেছে, আর কোথাও যানজট ছিল না।”

নেত্রকোনার মদন থেকে আসা বেসরকারি চাকরিজীবী ফাহমিদা বেগম জানান, “বাড়িতে পাঁচ দিন ছিলাম। ঝামেলা এড়াতে আগেভাগেই ঢাকায় ফিরেছি। দুই দিন পর থেকে চাপ বাড়বে, তখন ভোগান্তি হতে পারে। তবে এবার দেখছি পরিস্থিতি বেশ স্বাভাবিক।”

একটি আন্তঃজেলা বাসের চালক সুজন মিয়া বলেন, “ঈদের আগে যাওয়ার সময় প্রচুর ভিড় ছিল, কিন্তু এখন মানুষ ধীরে ধীরে ফিরছে, তাই চাপ কম। এ কারণে কোথাও ভোগান্তি হচ্ছে না।”

তবে অনেক যাত্রী ফিরতি পথে ভাড়া নিয়ে অতিরিক্ত চার্জের অভিযোগ করেছেন। যদিও আগে থেকেই টিকিট বুক করায় যাত্রা নির্বিঘ্ন ছিল বলে জানিয়েছেন তারা।

ঢাকা রেলওয়ে স্টেশনের এক কর্মকর্তা জানান, “সকাল থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়েই ঢাকায় ফিরছে। যাত্রীচাপ রয়েছে, তবে অতিরিক্ত নয়। বৃহস্পতি, শুক্র ও শনিবার থেকে চাপ বাড়তে পারে।”

সরকারি ছুটি ১৪ জুন পর্যন্ত থাকায় এখন পর্যন্ত ঢাকামুখী যাত্রা স্বস্তিদায়ক ও শৃঙ্খলাপূর্ণ রয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *