নকল পিস্তল দেখিয়ে হুমকি ও দোকানে হামলা, আটক ২

Spread the love

ময়মনসিংহ প্রতিনিধি।

ময়মনসিংহের ভালুকায় পিস্তল দেখিয়ে দোকানদারকে হুমকি ও দোকানে হামলার সময় সিফাত (১৬) ও সাদিকুল ইসলাম (১৮) নামে দুই কিশোরকে আটক করে যৌথবাহিনীর হাতে সোপর্দে করেছে স্থানীয় জনতা।

শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার জামিরদিয়া বাদশা টেক্সটাইল মিলের ২নং গেইট এলাকায় মো: আল-আমিন এর দোকানে এঘটনা ঘটে। তবে পিস্তলটি খেলনা (নকল পিস্তল) বলে জানিয়েছেন মডেল থানা পুলিশ।

আটককৃত সিফাত ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারবাড়ী গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং সাদিকুল ইসলাম একিই উপজেলার চারিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, পিস্তল দেখিয়ে তিনজন কিশোর আল-আমিনের দোকানে এসে অতর্কিত হামলা করে এবং দোকান বন্ধ করতে হুমকি দেন। এ সময় দোকান মালিক ও আশপাশের লোকজন মিলে দুইজনকে আটক করেন।

দোকানের মালিক আল-আমিন বলেন, অল্প বয়সী তিনজন ছেলে পিস্তল দেখিয়ে আমার দোকানে এসে অতর্কিত হামলা করে এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হুমকি দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে আটক করি এবং একজন পালিয়ে যায়। পরে আটককৃতদের যৌথবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, গত কয়েকদিন আগে দোকান মালিক ও সিফাতের বাবার কথা কাটাকাটি হয়। তারই জের ধরে এমন ঘটনা ঘটতে পারে।

ভালুকা আর্মি ক্যাম্প কমান্ডার জানান, পিস্তল দেখিয়ে দোকানে হামলা ও হুমকির খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে ভালুকা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পিস্তলটি নকল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এধরণের অপরাধকে ছোট করে দেখার সুযোগ নেই, এদের পিছনে আরও অজ্ঞাত লোক জড়িত রয়েছে, আমরা প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইননুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *