
সাতক্ষীরা প্রতিনিধি।
সাতক্ষীরার কালিগঞ্জে বাড়ির আঙিনায় টিউবওয়েলের পাশে ডোবায় পড়ে রোহান নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহাপুর (ঢালীপাড়া) গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
রোহান ওই গ্রামের মিজানুর রহমান গাজীর ছেলে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে রোহানের বাবা মিজানুর রহমান গাজী ঘুমিয়ে ছিলেন। মা ছিলেন গোয়ালঘরে ব্যস্ত। এই সুযোগে রোহান খেলতে খেলতে টিউবওয়েলের পাশে থাকা নোংরা ডোবাতে পড়ে যায়। কাজ শেষে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মা রোহানকে ডোবায় ভাসতে দেখে, সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
রোহানের প্রতিবেশীরা বলেন, বাড়ির আঙিনায় এমন খোলা ও নোংরা ডোবা রাখা মারাত্মক অসতর্কতার পরিচয় দেয়। এ ঘটনায় অনেকেই নিজের অশ্রু সংবরণ করতে পারেননি।