
কুষ্টিয়া, প্রতিনিধি।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল হক সাহেবের স্মরণে আয়োজিত এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩জুন শুক্রবার বিকেল ৪টায় আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোকসভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি জামিল উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদ এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের সদস্য সচিব আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী খন্দকার টিপু সুলতান। আরও বক্তব্য রাখেন মিরপুর পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ, সদস্য সচিব আজাদুর রহমান আজাদ, আমলা ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সুমন, সদরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন মুশা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্টজনরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আলাউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা; প্রভাষক আব্দুস সালাম, আমলা সরকারি ডিগ্রি কলেজ; অধ্যক্ষ শরিফুল ইসলাম, হাজী নুরুল ইসলাম কলেজ; প্রধান শিক্ষক আব্দুল গাফফার, এনামুল হক, আসম পারভেজ, আব্দুর রহমান, আব্দুল বারী এবং আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ-সভাপতি মানিক ইসলাম।
শোকসভায় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মিঠুন হোসেন, প্রচার সম্পাদক রুবেল হক এবং প্রয়াত আলহাজ্ব আব্দুল হক সাহেবের একমাত্র সন্তান হাসানুল হক বান্না।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রকাশক ও সম্পাদক এবং কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল আহমেদ।শোকসভা শেষে আলহাজ্ব আব্দুল হক সাহেবের রুহের মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোয়াবাড়িয়া বিশ্বাসপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মারুফ হোসেন।
বক্তারা বলেন, মরহুম আলহাজ্ব আব্দুল হক সাহেব ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক, যিনি দীর্ঘদিন মিরপুর উপজেলার উন্নয়নে নিবেদিত ছিলেন।