২০ মিনিটের সড়ক-সেতু পার হতেই ১০ ঘণ্টা

Spread the love

টাঙ্গাইল করেসপন্ডেন্ট

ট্র্যাফিক ব্যবস্থাপনার জন্য কোন বাহিনীর কাউকেই দেখতে পাইনি! রাস্তার চরম অব্যবস্থাপনায় অবশেষে ১০ ঘণ্টা পর যমুনা সেতুর টোল দেওয়া সম্ভব হলো।

টোল প্লাজা পার হয়ে সেতুর মুখে আড়াআড়িভাবে ২টা ছোট ট্রাক নষ্ট হয়ে আছে। ফলে গাড়ি সোজা সেতুতে উঠতে পারছে না। এসব সরানোর কোন উদ্যোগ চোখে পড়লো না। এভাবে নিজের আক্ষেপ লিখে সেটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন আতিয়া সুলতানা নামের ঢাকাগামী আমি একজন যাত্রী।

তিনি গাইবান্ধা থেকে ঢাকা যাচ্ছিলেন কর্মস্থলে। তার মতো এমন অসংখ্য কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন ভোগান্তি নিয়ে যানজটে পড়ে নাকাল অবস্থা তাদের। অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৩ কি‌লো‌মিটার সড়‌কে ধীরগতি ও কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৩ জুন) দিবাগত মধ্যরাত থেকে যমুনা সেতুর টোলপ্লাজা থেকে টাঙ্গাইলের বিক্রমহাটি পর্যন্ত যানজটের সৃষ্টি হ‌য়। পরে সকাল দশটার পর সেটি স্বাভাবিক হয়।

বর্তমানে এলেঙ্গা থেকে সেতুপূর্ব পর্যন্ত পরিবহনের ধীরগতি রয়েছে। এতে মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের খুব কষ্ট হচ্ছে।

জানা গেছে, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়। মহাসড়ক ব্যবহারকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মহাসড়কে গণপরিবহনের সংকট থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে গন্তব্যে যাচ্ছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ ও যমুনা সেতু পূর্ব থানা পুলিশ জানায়, গত শুক্রবার মধ্যরাতে মহাসড়কের সেতু পূর্ব থানা এলাকা, যমুনা সেতুর ওপর পর পর বেশ কয়েকটি দুর্ঘটনার ঘটনা ঘটে। এছাড়া ৪/৫ টি যানবাহন বিকল হওয়ার ঘটনা ঘটে। এতে সেতুতে কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখা হয়।

মহাসড়ক ব্যবহারকারীরা বলছে, ১ ঘণ্টার সড়ক যেতে সময় লাগছে ৬ থেকে ৭ ঘণ্টা। এতে ভ্যাপসা গরমে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। অনেকেই যমুনা সেতু পার হয়েছেন ৫ ঘণ্টায়।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ভোর রাতের দিকে সেতুর ওপর পর পর চারটি দুর্ঘটনা ঘটে। এগুলো সরাতে যে সময়টুকু লেগেছে এর মধ্যে দু’পাশে জটলা বেঁধেছিল। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো সরাতে সময় লেগেছিল এতে মহাসড়কের দুইপাশে যানজটে সৃষ্টি হয়েছে। কয়েক ধাপে যমুনা সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয়েছিল।

যমুনা সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, শুক্রবার মধ্য রাতে যমুনা সেতুর ওপর পিকআপ ও ট্রাকের সংঘর্ষের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ জন্য মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার ধীরগতি রয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *