ড. ইউনূস-তারেক বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ

Spread the love

স্টাফ করেসপন্ডেন্ট

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে সেটা প্রধান উপদেষ্টার সাথে বলতে হবে, এমনটাই জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান।

রোববার (১৫ জুন) ঈদের পর সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন আরও তিন উপদেষ্টা।

পরিবেশ উপদেষ্টা বলেন, যেকোনো ধরনের সমস্যাই সংলাপের মধ্য দিয়ে সমাধান হয়।

সড়ক পরিবহন ও বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির বলেন, এবার ঈদের আগে দুইদিন ছুটি এবং ফিটনেস বিহীন গাড়ির জন্য ঈদে বাড়ি যাওয়ার পথে যানজট হয়েছে। ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, পর্যাপ্ত দেশীয় গরু দিয়েই কোরবানি হয়েছে এবার। যত সংখ্যক কোরবানি হয়েছে, তার চেয়ে অনেক বেশি পশু প্রস্তুত ছিল। এ বছর রাজনৈতিক কোরবানি হয়নি, তাই ঈদে বড় গরু কম বিক্রি হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এইচ মুর্শিদ জানান, নারী নির্যাতন দমনে সরকার দৃশ্যমান কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এটি কার্যকর হলে দেশে নারী নির্যাতন কিছুটা হলেও কমবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *